Metamorphosis of Ascidia
Transition from the larval to the adult stage, or metamorphosis:
যে রূপান্তর একটি উন্নত বৈশিষ্ট্যপূর্ণ লার্ভা দশা থেকে একটি অপজাত পূর্ণাঙ্গ দশার সৃষ্টি হয় তাকে প্রতীপ রূপান্তর বলে।
Ascidia প্রতীপ রূপান্তর দেখা যায়। অ্যাসিডিয়ার নিষিক্ত ডিম্বানু থেকে সদ্য নির্গত লার্ভাকে ট্যাডপোল লার্ভা বলে।ইহা দেখতে ক্ষুদ্রাকৃতির ব্যাঙাচির মত। অ্যাসিডিয়া এর অধিকাংশ প্রজাতির ক্ষেত্রে ট্যাডপোল লার্ভার সক্রিয় ও সচল জীবন ১-২ দিনের বেশি স্থায়ী হয় না। সম্ভবত খাদ্যগ্রহণের অক্ষমতাই এর জন্য দায়ী।
লার্ভার পশ্চাৎমুখী রূপান্তরসমূহ -
১/ লার্ভাটির লেজ ক্রমান্বয়ে হ্রাসপ্রাপ্ত হয়। এই প্রক্রিয়াটি Resportion দ্বারা সংঘটিত হয়।
২/ নটোকর্ড, স্নায়ুরজ্জু এবং লেজের পেশিসমূহ লার্ভাটির দেহে ক্রমান্বয়ে শোষিত হয়।
৩/স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অংশ খাটো হয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে সেরিব্রাল গ্যাংলিয়ন এবং নিউরাল গ্রন্থি গঠন করে।
8/ চক্ষু ও অটোসিস্টসহ সংবেদী থলিকা বিলুপ্ত হয়।
৫/জলজ বস্তুর সাথে সংযুক্তি স্থান থেকে মুখছিদ্রটি 90° দূরে সরে যায়।
৬/স্নায়ু রজ্জুর দুই দিকের পেশিগুলো ক্ষয়প্রাপ্ত হয়।
৭/আসঞ্জন প্যাপিলিসমূহের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে।
লার্ভার উন্নয়নমুখী রূপাস্তরসমূহ :
১/গলবিল অঞ্চল বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গলবিল প্রকোষ্ঠে স্টিগ্মাটার সংখ্যা বেড়ে যায়।
২. অ্যাট্রিয়াল গহ্বর বা অ্যাট্রিয়াম ক্রমান্বয়ে বিস্তৃত হয়।
৩/পরিপাক নালি ক্রমশ সুস্পষ্ট হয়।
8/ টিউনিক আবরণী দ্বারা সমগ্র দেহ আবৃত হয়।
৫/জননাঙ্গ, জনন নালিকা এবং রক্ত সংবহনতন্ত্র গঠিত হয়।
উপরের আলোচনা থেকে প্রমাণিত হয় যে, প্রতীপ রূপান্তরের প্রেক্ষিতে ট্যাডপোল লার্ভার দেহ থেকে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট অনেকাংশে বিলুপ্ত হয় এবং পূর্ণাঙ্গ প্রাণীটির দেহে অমেরুদণ্ডী বৈশিষ্ট্যসমূহ প্রকটরূপে প্রকাশিত হয়। গঠনগত বিচারে পূর্ণাঙ্গ Accidia'র দেহের গঠন, লার্ভার গঠন অপেক্ষা অনেক সরলতর। তাই এ ধরনের রূপান্তরকে যথার্থই প্রতীপ রূপান্তর বলে।
Comments
Post a Comment