Structure of air sac of Pigeon

বায়ুথলি : কবুতরের তথা পাখিদের দেহ অভ্যন্তরে খেচর অভিযোজনের নিমিত্তে ছোট বড় বিভিন্ন আকৃতির ঝিল্লিময় পাতলা প্রাচীর বিশিষ্ট গ্যাসপূর্ণ গহ্বরকে বায়ুথলি বা air sac বলে।



 বায়ুথলির গঠন : বায়ুথলির গঠন বেলুন এর ন্যায়। এটি ক্রোমোশাখার মিউকাস পর্দা প্রসারিত হয়ে সৃষ্টি হয়। এর গঠনগতবৈশিষ্ট্যাবলি নিম্নরূপ:

১। Branchius এর শ্লেষ্মা ঝিল্লির প্রসারণের ফলে বায়ুথলি গঠিত। । 

২। বায়ুথলি খুব পাতলা স্বচ্ছ এবং পর্দার অনুরূপ থলি, যাতে কোনো রক্ত বাহিকা থাকে না । 

৩। বিভিন্ন অস্থির অভ্যন্তরে বিশেষ করে হিউমেরাস অভ্যন্তরে বায়ুথলি বিস্তৃত থাকে।

 ৪। বায়ুথলিগুলো ফুসফুসের Mesobranchi এর সাথে রে-কারেন্ট bronchi দ্বারা যুক্ত থাকে ।

কবুতরের বায়ুথলি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এর বায়ুথলি সরাসরি ফুসফুস হতে সৃষ্টি হয়। তবে প্রধানত ৯টি বায়ুথলি থাকে। এর মধ্যে ৪টি যুগ্ম ও ১টি অযুগ্ম।

Comments

Popular posts from this blog

Flight adaptation of Aves

Pharynx of Ascidia