The pharynx of Branchiostoma:
গলবিলের প্রাচীর সিলিয়াযুক্ত এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। গলবিলের ব্রাংকিয়াল অংশের পার্শ্বপ্রাচীরে প্রায় ১০০ জোড়া অনুদৈর্ঘ্য ছিদ্র বা ফাটল বিদ্যমান।এদের ফুলকা ছিদ্র বা Gill slits বলা হয়।ফুলকা ছিদ্রের সংখ্যা বয়স বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধিপ্রাপ্ত হয়।নতুন ফুলকা ছিদ্র ধারাবাহিকভাবে গলবিলের পশ্চাৎ অংশে সৃষ্টি হয়। একটি ফুলকা ছিদ্র অন্য একটি ফুলকে ছিদ্র থেকে দেহপ্রাচীর এর অংশ দ্বারা পৃথক থাকে। দুটি ফুলকা ছিদ্রের অন্তর্বর্তী স্থানকে ফুলকা দন্ড বলে।
গলবিলের ফুলকা দণ্ডগুলো সিলিয়াযুক্ত থাকে। ফুলকা ছিদ্রগুলো সরাসরি বাইরের মুক্ত না হয়ে অ্যাট্রিয়ামে মুক্ত হয়। প্রতিটি প্রাথমিক ফুলকা দন্ডে তিনটি এবং মাধ্যমিক ফুলকাতে ২টি রক্ত বাহিকা থাকে। গলবিলের পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে একটি খাঁজ দেখা যায়,যার নাম এপিফ্যারিন্জিয়াল খাঁজ । এর অঙ্কীয় এন্ডোস্টাইল নামক একটি সিলিয়াযুক্ত খাঁজ থাকে। এপিফ্যারিন্জিয়াল খাঁজ এবং এন্ডোস্টাইল, পেরিফ্যারিন্জিয়াল ব্যান্ড নামক একটি সিলিয়াযুক্ত খাঁজ দ্বারা গলবিলের অগ্রপ্রান্তে সংযুক্ত থাকে।
কাজ:বাইরের পানিস্রোত Branchiostomaর দেহ মধ্যে প্রবেশের পর গলবিল গহ্বরে পৌঁছায়। গলবিলে বিদ্যমান ফুলকাদন্ডের রক্তবাহিকায়, গ্যাসীয় ব্যাপনের মাধ্যমে O2, প্রবেশ করে এবং CO2বের হয়ে আসে। পরবর্তীতে CO2 বহির্গামী পানিস্রোত বাহিত হয়ে ফুলকা ছিদ্রপথে অ্যাট্রিয়ামে পৌছায় এবং অ্যাট্রিয়াল ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যায়।
গলবিল ছাড়াও Branchiastoma 'র দেহত্বক সহায়ক শ্বসনাঙ্গ হিসেবে শ্বসনে অংশগ্রহণ করে।
No comments:
Post a Comment