Structure of Pharyngeal Branchiostoma

The pharynx of Branchiostoma:

 গলবিলের প্রাচীর সিলিয়াযুক্ত এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। গলবিলের ব্রাংকিয়াল অংশের পার্শ্বপ্রাচীরে প্রায় ১০০ জোড়া অনুদৈর্ঘ্য ছিদ্র বা ফাটল বিদ্যমান।এদের ফুলকা ছিদ্র বা Gill slits বলা হয়।ফুলকা ছিদ্রের সংখ্যা বয়স বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধিপ্রাপ্ত হয়।নতুন ফুলকা ছিদ্র ধারাবাহিকভাবে গলবিলের পশ্চাৎ অংশে  সৃষ্টি হয়। একটি ফুলকা ছিদ্র অন্য একটি ফুলকে ছিদ্র থেকে দেহপ্রাচীর এর অংশ দ্বারা পৃথক থাকে। দুটি ফুলকা ছিদ্রের অন্তর্বর্তী স্থানকে ফুলকা দন্ড বলে। 


উৎপত্তি অনুসারে ফুলকা দণ্ডগুলো দুই প্রকার।যথা:  প্রাথমিক ও মাধ্যমিক ফুলকা দন্ড। বয়স বৃদ্ধির সাথে সাথে প্রতিটি প্রাথমিক ফুলকা দন্ড বিভক্ত হয়ে  দুটি মাধ্যমিক ফুলকা দণ্ডের  সৃষ্টি করে। প্রতিটি ফুলকা দন্ড একটি কাইটিন নির্মিত অন্তঃস্থ ফুলকা শলাকা দ্বারা সুরক্ষি থাকে। আকৃতি অনুসারে ফুলকা শলাকাগুলোও দুইভাগে বিভক্ত হয়। প্রাথমিক ফুলকাদণ্ডের শলাকাগুলোর নিম্নপ্রাপ্ত দ্বিখন্ডিত এবং মাধ্যমিক ফুলকা দণ্ডের  শলাকাগুলোর নিম্নপ্রাপ্ত অখণ্ডিত  হয়। প্রাথমিক ফুলকা দন্ড গুলো অনুপ্রস্থ ভাবে  সজ্জিত কতকগুলো শক্ত দন্ড দ্বারা যুক্ত  থাকে। এই দণ্ডগুলোর নাম সিন্যাপটিকুলি। সিন্যাপটিকুলির মধ্যে রক্ত বাহিকা অবস্থান করে।

গলবিলের ফুলকা দণ্ডগুলো সিলিয়াযুক্ত থাকে। ফুলকা ছিদ্রগুলো সরাসরি বাইরের মুক্ত না হয়ে অ্যাট্রিয়ামে মুক্ত হয়। প্রতিটি প্রাথমিক ফুলকা দন্ডে তিনটি  এবং মাধ্যমিক ফুলকাতে ২টি রক্ত বাহিকা থাকে। গলবিলের পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে একটি খাঁজ দেখা যায়,যার নাম এপিফ্যারিন্জিয়াল খাঁজ । এর অঙ্কীয় এন্ডোস্টাইল নামক একটি সিলিয়াযুক্ত খাঁজ  থাকে। এপিফ্যারিন্জিয়াল খাঁজ এবং এন্ডোস্টাইল, পেরিফ্যারিন্জিয়াল ব্যান্ড নামক একটি সিলিয়াযুক্ত খাঁজ দ্বারা গলবিলের অগ্রপ্রান্তে সংযুক্ত থাকে। 

কাজ:বাইরের পানিস্রোত Branchiostomaর দেহ মধ্যে প্রবেশের পর গলবিল গহ্বরে পৌঁছায়। গলবিলে বিদ্যমান ফুলকাদন্ডের রক্তবাহিকায়, গ্যাসীয় ব্যাপনের মাধ্যমে O2, প্রবেশ করে এবং CO2বের হয়ে আসে। পরবর্তীতে CO2 বহির্গামী পানিস্রোত বাহিত হয়ে  ফুলকা  ছিদ্রপথে অ্যাট্রিয়ামে পৌছায় এবং অ্যাট্রিয়াল ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যায়।

গলবিল ছাড়াও Branchiastoma 'র দেহত্বক সহায়ক শ্বসনাঙ্গ হিসেবে শ্বসনে অংশগ্রহণ করে।

Comments

Popular posts from this blog

Flight adaptation of Aves

Structure of air sac of Pigeon

Pharynx of Ascidia