Friday, October 21, 2022

Pharynx of Ascidia

Pharynx of Ascidia:

Ascidia এর গলবিলঃ গলবিল আসিডিয়ার পরিপাকনালির সবচেয়ে জটিল ও প্রধান অংশ। আসিডিয়ার গলবিলের গঠন নিম্নরূপঃ-




অ্যাট্রিয়ামঃ  Ascidia এর গলবিল দেখতে একটি থলির মতো। পশ্চাৎদিকে এটি প্রায় দেহের মূল পর্যন্ত বিস্তৃত।এটি অঙ্কীয় অঞ্চল দ্বারা ম্যান্টেলের সহিত যুক্ত থাকে। এই অঞ্চল ছাড়া সমগ্র গলবিল একটি গব্বর দ্বারা পরিবৃত থাকে। এই গহ্বরকে অ্যাট্রিয়াল গহবর বা  অ্যাট্রিয়াম বলে।


কাজ: অ্যাট্রিয়াল ছিদ্রপথে এট্রিয়াম বাহিরের সহিত যোগাযোগ রক্ষা করে। 


গলবিলীয় প্রাচীরঃ গলবিলের প্রাচীর বেশ নরম ও পাতলা।এর সম্মুখ প্রান্ত ব্রাঙ্কিয়াল সাইফন পথে মুখোছিদ্রের সহিত যোগাযোগ রক্ষা করে। 

গলবিলীয় কর্ষিকা : গলবিলের সমুখ প্রান্তে কতকগুলি কর্ষিকা থাকে। এরা খাদ্যের প্রাথমিক বাছাইকরণ সম্পন্ন করে। অপ্রয়োজনীয় খাদ্যবস্তুকে এরা গলবিলে প্রবেশে বাধা দেয়। 

স্টিগমাটা বা ফুলকা ছিদ্র : গলবিলের প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রগুলো অনেকটা লম্বা ও ডিম্বাকৃতির। এদের স্টিগমাটা বা ফুলকা ছিদ্র বলে। স্টিগমাটার মাধ্যমে গলবিলের গহ্বর অ্যাট্রিয়াল গহবরের সাথে যোগাযোগ রক্ষা করে। স্টিগমাটাগুলো কয়েকটি আড়াআড়ি সারিতে বিন্যস্ত থাকে।প্রতিটি সারিতে কয়েকটি স্টিগমাটার দল থাকে।


No comments:

Post a Comment

S. A. Waksman discovered antibiotics

 রাশিয়ান S. A. Waksman আমেরিকায় বসবাস করতেন। তিনি যুক্তরাষ্ট্রে অণুজীববিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। তিনি একদিন হাঁটার সময় হোঁচট খেয...