Branchial Basket of Petromyzon
Branchial basket মস্তিষ্কের প্রতি পার্শ্বে ৯টি অনিয়ত বাঁকা উলম্ব তরুণাস্থি branchial bar দ্বারা গঠিত।
১ম দন্ডটি- styloid process এর সামান্য পিছনে
২য় দন্ডটি-প্রথম ফুলকা ছিদ্র এর সম্মুখে এবং
অবশিষ্ট Branchial দন্ডগুলো- অন্যান্য ফুলকা ছিদ্রের পশ্চাতে অবস্থিত।
খাড়া দন্ডগুলো ৪টি আনুভূমিক দন্ড দ্বারা যুক্ত থাকে।দন্ডগুলো যথাক্রমে Subchardial bar, Epibranchial bar, Hypobranchial bar, Mid ventral bar। এরা নটোকর্ড বরাবর অবস্থান করে।
Epibranchial bar ও Hypobranchial bar- যথাক্রমে ফুলকা ছিদ্রের ওপরে ও নিচে অবস্থিত।ফলে ফুলকাছিদ্রের কঙ্কালদ্বয় পরিবেষ্টিত থাকে।
Mid ventral bar- মধ্য অংকীয় রেখা বরাবর অবস্থিত এবং আংশিকভাবে বিপরীতটির সাথে যুক্ত।
Branchial basket এর পশ্চাৎ অংশ বর্ধিত হয়ে পেয়ালার মতো আকৃতি ধারণ করে এবং Petromyzon এর হৃৎপিন্ড কে ঘিরে রাখে, একে Pericardial তরুণাস্থি বলা হয়।
কাজ: Branchial basket, Petromyzon এর অর্ন্তমুখী পানির স্রোত সৃষ্টি করে।
Wow
ReplyDelete