Lateral Line of Labeo rohita


 Lateral Line of Labeo rohita :



 পার্শ্বরেখা: রুই মাছের মস্তকের পশ্চাৎ ভাগ হতে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত দেহাংশের দুইপাশে অবস্থিত আবছা কালো রেখাকে পার্শ্বরেখা বলে।

পার্শ্বরেখা সংবেদী অঙ্গের সংবেদনগ্রাহক অঙ্গ হিসেবে নিউরোমাস্ট বিদ্যমান। নিউরোমাস্ট অঙ্গের প্রতিটি একগুচ্ছ সংবেদী কোষের সমন্বয়ে গঠিত হয়। সংবেদী কোষগুলো লোমের ন্যায় সিলিয়া বহন করে।

গঠন ও কাজ :

 সারিবদ্ধভাবে সজ্জিত কতকগুলো ক্ষুদ্র গর্ত বা Pits এবং খাদ বা Canal এর সমন্বয়ে রুই মাছের পার্শ্বরেখা সংবেদী অঙ্গ গঠিত হয়। মস্তক পরবর্তী দেহকাণ্ডের শুরু থেকে লেজের পূর্ব পর্যন্ত এই রেখা দেহের দুই পাশে অবস্থান করে। রেখা দুটি পার্শ্বীয় মধ্য অঞ্চল বরাবর অগ্রসর হয়। পার্শ্বরেখা অঙ্গের গর্তগুলো আঁশ ভেদ করে বাইরে মুক্ত হয়। দশম জোড়া করোটিকা স্নায়ুর শাখা হিসেবে ল্যাটেরালিস স্নায়ু, পার্শ্বরেখা সংবেদী অঙ্গে বিস্তার লাভ করে। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ মাছের দেহে দূরস্পর্শী অনুভূতি বহন করে। এর মাধ্যমে পানিতে দূরবর্তী কোনো বস্তুর চলাচল মাছের দেহে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এছাড়াও পার্শ্বরেখা সংবেদী অঙ্গ মাছের দেহে শ্রবণ ও ভারসাম্য রক্ষায় সাহায্য করে।


Comments

Post a Comment

Popular posts from this blog

Flight adaptation of Aves

Structure of air sac of Pigeon

Pharynx of Ascidia