Importance of temporal fossa in classification of reptilia
Importance of temporal fossa in classification of reptilia:
সরীসৃপ করোটির টেম্পোরাল অঞ্চলের ছিদ্রকে বা ফোকরকে টেম্পোরাল ফোসা বলে।
এদের শ্রেনিবিন্যাসের টেম্পোরাল ফোসার গুরত্ত রয়েছে। করোটির টেম্পোরাল অঞ্চলের ক্রমাগত বিকাশ অ গঠনের ভিত্তিতে ফোসা বা ফোকর থাকা বা না থাকলে সেগুলোর অবস্থানের, সংখ্যার প্রভৃতির উপর ভিত্তি করে বিজ্ঞানি গন এদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছেন।নিচের ছকে সেগুলো উল্লেখ করা হল:
1)নাম - Anapsida
ফোকরের সংখ্যা ও অবস্থান - ফোকরবিহীন, করোটির ছাদ নিরেট।
উদা: Cotylosaurs, etc.
2) নাম -Diapsida
ফোকরের সংখ্যা ও অবস্থান - দুটি টেম্পোরাল ফোসা বিদ্যমান। পোস্ট অরবিটাল ও স্কোয়ামোসাল ফোকোরের মাঝে মিলিত হয়।
উদা: Lizards, Snakes,etc.
3)Synapsida
১টি ফোকোর বিদ্যমান।চোখের নিচে অবস্থিত। পোস্ট অরবিটাল ও স্কোয়ামোসাল উপরে পরস্পর মিলিত হয়।
উদা: Pelycosaurians
4) Parapsida
চোখের পেছনে উপরের দিকে ১টি ফোকোর বিদ্যমান।পোস্ট অরবিটাল ও স্কোয়ামোসাল নিচে মিলিত হয়।
উদা:Mesosaur,etc.
5) Euryapsida
চোখের পেছনে ১টি ফোকোর বিদ্যমান।নিচে পোস্ট অরবিটাল ও স্কোয়ামোসাল পরিবৃত।
উদা: Protososaurs,etc.
সরীসৃপদের মস্তিষ্ক ছোট বিধায় আয়তন বৃদ্ধি ও প্রয়োজনীয় পেশীর আটকানোর স্থান করে দেওয়ার জন্য, টেম্পোরাল ফোকোরের উৎপত্তি হয়।
Comments
Post a Comment