Posts

Showing posts from December, 2022

S. A. Waksman discovered antibiotics

Image
 রাশিয়ান S. A. Waksman আমেরিকায় বসবাস করতেন। তিনি যুক্তরাষ্ট্রে অণুজীববিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। তিনি একদিন হাঁটার সময় হোঁচট খেয়ে পড়ে গেলে সেই স্থানের মাটি নিয়ে গবেষণা শুরু করেন। স্থানটি ছিল এক কবরস্থান। তিনি সেই মাটি থেকে ১৯৪৩ সালে Streptomyces griseus নামক এ্যাকটিনোমাইসিটিস আবিষ্কার করেন এবং পরবর্তীতে এই এ্যাকটিনোমাইসিটিস থেকে স্ট্রেপটোমাইসিন নামক এন্টিবায়োটিক আবিষ্কার করেন। স্ট্রেপটোমাইসিন আবিষ্কারের জন্য তিনি ১৯৫২ সালে নোবেল পুরস্কার ও পান।